21 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে পিকআপের ধাক্কায় ২ বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জে পিকআপের ধাক্কায় ২ বৃদ্ধার মৃত্যু

সড়ক দুর্ঘটনা-৩

বিএনএ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে শাহজাদপুর উপজেলাধীন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পারকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পারকোলা গুচ্ছগ্রামের মৃত চাঁদুর স্ত্রী কাজলী বেগম (৬০) ও একই গ্রামের মৃত আনিছের স্ত্রী ছালেকা বেগম (৬২)। ওই দুর্ঘটনায় পারকোলা গুচ্ছগ্রামের মৃত আনিছের ছেলে আনছার (৩৮) ও হাফিজুল ইসলামের স্ত্রী মোছা. মুক্তা খাতুন (২৫) গুরুতর আহত হন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, সকালে পারকোলা গুচ্ছগ্রাম থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি শাহজাদপুরে আসছিল। একপর্যায়ে ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ওই দুই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পোতাজিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ