15 C
আবহাওয়া
১০:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৪
Bnanews24.com
Home » গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ২৯

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ২৯

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ২৯

বিএনএ, বিশ্বডেস্ক: উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি সামরিক বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। উত্তরের শহর বেইট লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের চারপাশে ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক ইসরায়েলি ড্রোন হামলার পরে কামাল আদওয়ান হাসপাতালের রোগী এবং কর্মীরা রক্তাক্ত হয়ে গেছে। হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

এদিকে যুদ্ধবিরতি স্বত্ত্বে লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার জেবিল শহরের কাছে ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।
লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ হাজার ৬৩৮ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৪ হাজার ৬১২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ লাখ ৫ হাজার ৮৩৪ জন। অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছে। বন্দি রয়েছে ২০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ