39 C
আবহাওয়া
৫:১৮ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নয়াপল্টনে নিহত মকবুলের পরিচয় মিলেছে

নয়াপল্টনে নিহত মকবুলের পরিচয় মিলেছে


বিএনএ, ঢাকা : রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম মকবুল (৪৫)। পেশায় ডিজাইনার।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে মকবুলের স্ত্রী মরদেহ শনাক্ত করেন।

মকবুল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আব্দুস সামাদের ছেলে।

নিহতের বড় ভাই আব্দুর রহমান জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উদিমেরচর গ্রামে। বর্তমানে মিরপুর ১১ নম্বর সেক্টরের লালমাটিয়া এ ব্লকের ১২ নম্বর লেনে নিজেদের বাড়ি থাকতেন। তার স্ত্রী হালিমা খাতুন। তার ৭ বছরের একমাত্র মেয়ে মিথিলা আক্তার স্থানীয় মাদ্রাসার ২য় শ্রেণিতে পড়াশুনা করে।

আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমার ছোট ভাই বিএনপি করত, সে বিএনপির সমর্থক। তবে আমার জানা মতে তার কোনো দলীয় পদ নেই।

তবে মকবুল কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেন তার স্ত্রী হালিমা বেগম।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার স্বামী জুতার কারচুপির (নকশা) ব্যবসা করতেন। তিনি মার্কেটে তাগাদায় বের হয়েছিলেন। আমার স্বামী কোনো রাজনীতি করতেন না।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ