বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ৩ টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস মশাখালী-গফরগাঁও স্টেশনের মাঝামাঝি আসলে বিকল হয়ে যায়। পরে ট্রেনটি ধীরে ধীরে গফরগাঁও স্টেশনে পৌছালে পুরোপুরি বিকল হয়ে যায়। ট্রেনটি স্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়ে আছে, দুই নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল সচল রয়েছে। খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন রওনা গফরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বিএনএনিউজ/ হামিমুর রহমান/ বিএম