19 C
আবহাওয়া
১০:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » টি-টোয়েন্টি বিশ্বকাপ, রাবাদাই দক্ষিণ আফ্রিকার প্রথম হ্যাটট্রিকম্যান

টি-টোয়েন্টি বিশ্বকাপ, রাবাদাই দক্ষিণ আফ্রিকার প্রথম হ্যাটট্রিকম্যান

টি-টোয়েন্টি বিশ্বকাপ, রাবাদাই দক্ষিণ আফ্রিকার প্রথম হ্যাটট্রিকম্যান

বিএনএ,ক্রীড়া ডেস্ক:ম্যাচের শেষ মুহূর্তে এসে দুঃখের মাঝেও সান্ত্বনা খুঁজে নিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। কারণ, দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। চলতি বিশ্বকাপে এ নিয়ে তৃতীয় হ্যাটট্রিকের ঘটনা ঘটলো এবার।

রাবাদার এই হ্যাটট্রিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে চতুর্থ। আগের তিন হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি, কার্টিস কাম্ফার ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। যেখানে লি বাদে বাকি তিন বোলারের হ্যাটট্রিক হয়েছে এই বিশ্বকাপেই।

নিজের প্রথম তিন ওভারে রান দিলেন অকাতরে। সেই কাগিসো রাবাদাই কোটার শেষ ওভার করতে এসে ঘুরে দাঁড়ালেন দারুণভাবে। দুর্দান্ত বোলিংয়ে করলেন হ্যাটট্রিক। ওভারের প্রথম তিন বলে এই পেসারের শিকার ক্রিস ওকস, ওয়েন মর্গ্যান ও ক্রিস জর্ডান।

রাবাদার শেষের কার্যকর বোলিংয়ে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে টি-টোয়েন্টির এক নম্বর দলকে ১০ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। ১৯০ রানের লক্ষ্যে শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৪ রান। তিন ওভারে ৪৫ রান দেওয়া রাবাদার ওপরই আস্থা রাখেন অধিনায়ক টেম্বা বাভুমা। হ্যাটট্রিক করে ওই ওভারে কেবল ৩ রান দেন এই পেসার।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ