Bnanews24.com
Home » বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়লো ৬০ বসতঘর
সব খবর

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়লো ৬০ বসতঘর

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬০টি বসতঘর ।মঙ্গলবার দিবাগত সাড়ে তিনটার দিকে চাম্বল ইউনিয়নের বাংলাবাজার জলদাস পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেন্।

তিনি বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বাঁশখালী ও পেকুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি আরও জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জলদাসপাড়ার জেলেপাড়ায় হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয়রা। এরপর দ্রুত বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন ওই পাড়ার লোকজন। নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার কারণে আহত বা নিহতের ঘটনা ঘটেনি।

বিএনএ/ ওজি