স্পোর্টস ডেস্ক: মালিকানা বদলে গেছে, দল ভেঙে গেছে চেলসির। অখুশি স্ট্রাইকার রোমেলু লুকাকু-টিমো ওয়ার্নার নর্থ লন্ডন ছেড়েছেন। ডিফেন্ডার অ্যান্তোনি রুডিগার, ক্রিস্টেনসেন, মার্কো আলোনসো লা লিগায় যোগ দিয়েছেন। সেখানে এমরিক অবামেয়াং, ফোফানা যোগ দিলেও দলটা গুছিয়ে নিতে পারেননি টমাস টুখেল।
এক মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন চেলসি তাই ক্রোয়াট ক্লাব ডায়নামো জাগরেবের বিপক্ষে হেরে ইউরোপ সেরার আসর শুরু করেছে। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে জাগরেভের মাঠে ১-০ গোলে হেরেছে ব্লুজরা।
ম্যাচের ১৩ মিনিটে গোল করে এগিয়ে যায় ডায়নামো। পুরো ম্যাচে মাত্র চারটি আক্রমণ তোলা দলটি ওই গোল আর শোধ করতে দেয়নি চেলসির। টুখেলের দল যে ম্যাচে খুব ভালো আক্রমণ তুলেছে তাও নয়। তবে গোল হওয়ার মতো দুটি শট তার শিষ্যরা নিয়েছিলেন।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হার চেলসির জন্য বড় ধাক্কা। কারণ তাদের গ্রুপের চার দলই সমান শক্তিশালী। কিছুটা দুর্বল ছিল জাগরেব। অন্য প্রতিপক্ষ আরবি সলসবুর্গ যেমন ছেড়ে কথা বলবে না, তেমনি ইতালির লিগ চ্যাম্পিয়ন এসি মিলান সেরাটা খেলতে পারলে চেলসিকে বিদায়ের শঙ্কায় ফেলে দেবে। যদিও ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ টুখেলের দলের আছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ