26 C
আবহাওয়া
৯:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » প্রবল বর্ষণে পানির নিচে বরিশালের রাস্তাঘাট

প্রবল বর্ষণে পানির নিচে বরিশালের রাস্তাঘাট

প্রবল বর্ষণে পানির নিচে বরিশালের রাস্তাঘাট

বিএনএ, বরিশাল: গত তিনদিনের প্রবল বর্ষণে বরিশাল নগরীর জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার (৭ আগস্ট) সকাল ১১টার মধ্যেই পানিতে তলিয়ে গেছে নগরীর রাস্তাঘাট। এমনকি বসতবাড়ি পানিতে ডুবে গেছে। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা থমকে সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

সোমবার সকাল ৬টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় বরিশালে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাতের পরে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৬ ঘন্টায় নগরীতে আরও ১১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাগরপাড়ের খেপুপাড়াতে সকাল ৬টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৬ মিলিমিটার বৃষ্টিপাতের পরে দুপুর ১২টা পর্যন্ত আরও ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণে বরিশাল নগরীসহ দক্ষিণাঞ্চলের সবগুলো শহরের রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য।

এদিকে উপকূলে মুষলধারে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ।

গত এক সপ্তাহে বরিশালে প্রায় সাড়ে ৩শ মিলিমিটার এবং সাগরপাড়ের খেপুপাড়াতে ৫শ মিলিমিটারেরও বেশী বৃষ্টি হয়েছে।

সোমবার সকাল ৮টার পরেই বরিশাল নগরীতে মাঝারি থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত প্রবল বর্ষণ মাঝারী আকারে অব্যাহত ছিল। নগরীর প্রায় সব রাস্তাঘাটই পানির তলায় নিমজ্জিত হয়েছে।

নগরীর নবগ্রাম রোডসহ অনেক রাস্তায় বিভিন্ন ধরণের জাল দিয়ে মাছ ধরছেন কৌতুহলী মানুষ। তবে নগরী সংলগ্ন কীর্তনখোলা নদী তীরের একাধিক বস্তিসহ নগরীর বিভিন্ন এলাকার বাড়ি ঘরেও পানি প্রবেশ করায় সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। নগরীর ড্রেনসহ পয়ঃনিস্কাশনের ব্যবস্থাগুলো সুষ্ঠু পরিচালন ও রক্ষণাবেক্ষণের অভাবে গোটা নগরী জলাবদ্ধতার কবলে। গত কয়েক বছরের দুর্বল পয়ঃনিস্কাশন ব্যবস্থায় এ নগরী সামান্য বৃষ্টিপাতেই ডুবছে। সেখানে গত এক সপ্তাহের মাঝারী বর্ষণ সোমবার সকাল থেকে প্রবল আকার ধারণ করায় পরিস্থিতি এখন সব বর্ণনার বাইরে।

আবহাওয়া বিভাগ থেকে রোববার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বরিশালসহ উপকূলভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি রাখা হয়েছে। মৌসুমী বায়ু বরিশালসহ সন্নিহিত এলাকায় সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে। সোমবার সকাল ৯টার পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বরিশালসহ উপকূলভাগে মাঝারি ধরণের বৃষ্টিসহ বজ্র বৃষ্টি, সে সাথে কোন কোন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের কথাও বলেছে আবহাওয়া বিভাগ।

বরিশালসহ দক্ষিণাঞ্চলের সবগুলো নদী বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেতের সাথে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার সকাল ৯টার পরবর্তী ৭২ ঘন্টায় বরিশালসহ সন্নিহিত এলাকার আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তনের কথাও বলেছে আবহাওয়া বিভাগ।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম

Loading


শিরোনাম বিএনএ