24 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে ২৪ বছর পর হত্যা মামলার আসামী গ্রেপ্তার

সীতাকুণ্ডে ২৪ বছর পর হত্যা মামলার আসামী গ্রেপ্তার

সীতাকুণ্ডে ২৪ বছর পর হত্যা মামলার আসামী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আলোচিত ও চাঞ্চল্যকর শাহজাহান হত্যা মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী দুলাল চন্দ্র দে’কে দীর্ঘ ২৪ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি দুলাল চন্দ্র দে সীতাকুণ্ডের মহাদেবপুর এলাকার সুনীল চন্দ্র দে’র ছেলে।

শুক্রবার (৭ জুলাই) র‌্যাব-৭, চট্টগ্রাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আলোচিত শাহজাহান হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক প্রধান আসামী সীতাকুণ্ড থানার মহাদেবপুর এলাকায় অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বৃহস্পতিবার (৬ জুলাই) ওই স্থানে অভিযান চালিয়ে দুলাল চন্দ্র দে’কে গ্রেপ্তার করে।

দুলালকে জিজ্ঞাসাবাদে শাহজাহান হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ