24 C
আবহাওয়া
৫:৫১ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » আলোকসজ্জা না করার নির্দেশ

আলোকসজ্জা না করার নির্দেশ

আলোকসজ্জা না করার নির্দেশ

বিএনএ ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয় করার জন্য  দেশে আলোকসজ্জা না করতে নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাউফুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিনই ধর্ম মন্ত্রণালয়ের আরেক নির্দেশনায় বলা হয়, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।

যুদ্ধের জেরে জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি হওয়ায় লোড শেডিং হচ্ছে দেশজুড়েই।

সরকারের তথ্য অনুযায়ী, সারাদেশে বিদ্যুতের যে চাহিদা রয়েছে, উৎপাদন হচ্ছে তার চেয়ে প্রায় ৯ শতাংশ কম, যা লোড ব্যবস্থাপনার (লোড শেডিং) মাধ্যমে সমন্বয় করতে হচ্ছে।

সঙ্কট সমাধানে আপাতত মহামারীকালের মতো হোম অফিস চালু করা, অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনাসহ বেশ কিছু পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ পাঠানো হবে বলে বৃহস্পতিবারই এক সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ