29 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ফুলেল শুভেচ্ছায় সিক্ত নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিজান

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিজান

মিজানুর রহমান মজুমদার

ফেনী: হাজার, হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ভালবাসা, অভিনন্দন আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফেনী জেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার গত ৫ জুন বুধবার ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতিকে ৫৪ হাজার ৯ শত ২১ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএম সহিদ উল্লাহ মজুমদার (দোয়াত কলম) ১ হাজার ৩শত ৪৯ ভোট পেয়েছেন। এছাড়াও অন্যান্য চেয়ারম্যান প্রার্থী কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক (টেলিফোন ) ৭শত ৯৯, আবদুল হালিম (আনাসর) ৬ শত ৬৩ , মেহেদী হাসান (মুকুট ) ৫ শত ২৭ ভোট পেয়েছেন।

মিজানুর রহমান মজুমদার
মিজানুর রহমান মজুমদার

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জোলেখা কলস প্রতিকে ৪৯ হাজার ১শত ৫০ ভোট পেয়ে তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাছিমা আক্তার (সেলাই মেশিন) ৭ হাজার ১শত ১৪ ভোট পেয়েছে। এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।ভোট উৎসবে অংশ নিতে ছাগলনাইয়ার অধিবাসী ঢাকা চট্টগ্রাম থেকে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ছুটে আসেন।এককথায় ৫ জুন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন এক উৎসবের আমেজে পরিণত হয়েছিল।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার

এদিকে বুধবার রাতে ফলাফল ঘোষণার পর নেতাকর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এরপর বুধবার রাত ও বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যনের বাসভবন সুলতান ভিলায় গিয়ে তাকে অভিনন্দন জানান ও ফুলের মালা গলায় পরিয়ে বরণ করেন তাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারকে। একই সাথে বরণ করে নেওয়া হয়, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পীকেও।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন- মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার-3

নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, ৫ জুন প্রচন্ড রোদ ছিল। এই তাপদাহের মাঝে ভোটাররা বিশাল ব্যবধানে আমাদের বিজয়ী করেছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞ। আমার নির্বাচনী প্রচারনায় অকুন্ঠ সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতা প্রাণের ছাগলনাইয়া উপজেলাবাসীর প্রতি। এ বিজয় আমার একার নয়, এ বিজয় ছাগলনাইয়া উপজেলাবাসীর। বিজয়ের অনুভুতি আনন্দের। ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ভাইয়ের পাশে থেকে ছাগলনাইয়াকে একটি স্মার্ট উপজেলা বিনির্মানে কাজ করে যাবো ইনশাহআল্লাহ।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদারফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন-মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার

বিএনএ,এবিএম নিজাম উদ্দিন, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ