ফেনী: হাজার, হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ভালবাসা, অভিনন্দন আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফেনী জেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার গত ৫ জুন বুধবার ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতিকে ৫৪ হাজার ৯ শত ২১ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএম সহিদ উল্লাহ মজুমদার (দোয়াত কলম) ১ হাজার ৩শত ৪৯ ভোট পেয়েছেন। এছাড়াও অন্যান্য চেয়ারম্যান প্রার্থী কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক (টেলিফোন ) ৭শত ৯৯, আবদুল হালিম (আনাসর) ৬ শত ৬৩ , মেহেদী হাসান (মুকুট ) ৫ শত ২৭ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জোলেখা কলস প্রতিকে ৪৯ হাজার ১শত ৫০ ভোট পেয়ে তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাছিমা আক্তার (সেলাই মেশিন) ৭ হাজার ১শত ১৪ ভোট পেয়েছে। এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।ভোট উৎসবে অংশ নিতে ছাগলনাইয়ার অধিবাসী ঢাকা চট্টগ্রাম থেকে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ছুটে আসেন।এককথায় ৫ জুন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন এক উৎসবের আমেজে পরিণত হয়েছিল।
এদিকে বুধবার রাতে ফলাফল ঘোষণার পর নেতাকর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এরপর বুধবার রাত ও বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যনের বাসভবন সুলতান ভিলায় গিয়ে তাকে অভিনন্দন জানান ও ফুলের মালা গলায় পরিয়ে বরণ করেন তাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারকে। একই সাথে বরণ করে নেওয়া হয়, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পীকেও।
নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, ৫ জুন প্রচন্ড রোদ ছিল। এই তাপদাহের মাঝে ভোটাররা বিশাল ব্যবধানে আমাদের বিজয়ী করেছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞ। আমার নির্বাচনী প্রচারনায় অকুন্ঠ সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতা প্রাণের ছাগলনাইয়া উপজেলাবাসীর প্রতি। এ বিজয় আমার একার নয়, এ বিজয় ছাগলনাইয়া উপজেলাবাসীর। বিজয়ের অনুভুতি আনন্দের। ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ভাইয়ের পাশে থেকে ছাগলনাইয়াকে একটি স্মার্ট উপজেলা বিনির্মানে কাজ করে যাবো ইনশাহআল্লাহ।
বিএনএ,এবিএম নিজাম উদ্দিন, এসজিএন