বিএনএ, জাবিঃ যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইকরাম হোসেন প্রান্ত নামে এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ইকরাম হোসেন প্রান্ত বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪৯তম ব্যাচ) শিক্ষার্থী ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ৭ ছাত্রী ইকরাম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। তার প্রেক্ষিতে গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ এর ৩ (২) (খ) ধারা অনুযায়ী তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থী আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না।
বিএনএ/ সানভীর, এমএফ
Total Viewed and Shared : 1493