20 C
আবহাওয়া
৮:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » কাঁচা বাদাম ওয়ালার নতুন বাড়ি!

কাঁচা বাদাম ওয়ালার নতুন বাড়ি!


বিএনএ, বিশ্বডেস্ক : বাদাম বিক্রি করতে গিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য গান গাইতেন ভুবন বাদ্যকর । সেই গান ইন্টারনেটে ভাইরাল হলে মুহূর্তেই পরিচিতি পেয়ে যান ভুবন। আসে অর্থকড়ি। গাড়ি কিনেছিলেন আগেই। এবার তৈরি করছেন বাড়িও।

কয়েক লক্ষ টাকা খরচ করে বীরভূমের দুবরাজপুরের উড়ালজুড়ি গ্রামে অট্টালিকা তৈরি করছেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। কাঁচা বাড়ির পাশেই তৈরি হচ্ছে ভুবনের পাকাবাড়ি। এ নিয়ে গানও বেঁধেছেন তিনি।

শখের নতুন বাড়ি। মার্বেল বসানো হচ্ছে। অন্দরসজ্জাও হবে চোখ ঝলসানো। নিজের বাড়ি নিয়ে এমনটাই জানাচ্ছেন ভুবন। তাঁর কথায়, ‘‘৬ লাখ টাকা খরচ করেছি এই বাড়ি করতে। আরও কিছু করব। আগে কাঁচা বাড়িতে থাকতাম। এখন পাকা বাড়িতে আছি। ভাল লাগছে। বাড়ির বারান্দাটা সাজাব আমি। প্লাই-সহ নানা জিনিসপত্র দিয়ে সাজানো হবে। এক শিল্পীর সঙ্গে কথাও হয়েছে। এত দিন ভাবিনি মাথার উপরে পাকা ছাদ হবে। মানুষজন আমার কাঁচাবাদাম গান শুনছেন, এটা ভাল লেগেছে।’’

নতুন বাড়ি এখনও তৈরি হচ্ছে। তবে কাঁচাবাড়ি ছেড়ে সপরিবারে ভুবন আপাতত সেই নিমার্ণাধীন বাড়িতেই উঠেছেন। নিজের অবস্থার পরিবর্তন নিয়ে গানও বাঁধছেন। তাঁর বাড়ির মতো সেই গানও আপাতত নিমার্ণাধীন। অনুরোধে গাইছেন দু’কলি— ‘ছিল না আমার বাসাবাড়ি। এখন হল পাকাবাড়ি।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ