30 C
আবহাওয়া
৫:৫০ অপরাহ্ণ - মে ৩, ২০২৫
Bnanews24.com
Home » আরসা প্রধান আতাউল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ

আরসা প্রধান আতাউল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ

আরসা প্রধান আতাউল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ

বিএনএ, ঢাকা: মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবান কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে দুটি মামলায় জুনুনিকে প্রথমে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত ও পরে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে কারাগারে নেওয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, রোহিঙ্গারা আরাকানের জমি পাবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস যা করছেন সেজন্য শুকরিয়া আদায় করেন।

বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ