26 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম নগরী থেকে রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম নগরী থেকে রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম নগরী থেকে রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে আত্মগোপনে থাকা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ইয়াকুব সেন্টারের সামনে থেকে তাকে পাঁচলাইশ থানা পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতার ইকবাল হোসেন চৌধুরী মিল্টন (৫১) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসান মাহমুদের ঘনিষ্ঠজন হিসেবে মিল্টন পরিচিত।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মিল্টন এলাকা ছেড়ে পালিয়ে যান। গ্রেফতার এড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে তিনি আত্মগোপন করে এতদিন ছিলেন।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন, চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে পুলিশ ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ