35 C
আবহাওয়া
৪:১২ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নববর্ষে কোনো গণজমায়েত নয়: মন্ত্রণালয়

নববর্ষে কোনো গণজমায়েত নয়: মন্ত্রণালয়


বিএনএ, ঢাকা : করোনা প্রাদুর্ভাবের কারণে গণজমায়ের নিষিদ্ধ করে বাংলা নববর্ষের সব আয়োজন অনলাইনে (ভার্চ্যুয়াল) প্ল্যাটফর্মে করার নির্দেশ দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

বুধবার (৭ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত এক অফিস-আদেশ এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ে গত ২১ মার্চ ২০২১ তারিখে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্তিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন/ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন‌্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো। কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না।’

Loading


শিরোনাম বিএনএ