25 C
আবহাওয়া
২:৪৭ পূর্বাহ্ণ - মে ১০, ২০২৪
Bnanews24.com
Home » ইবিতে ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস পালন

ইবিতে ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস পালন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)
মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ইবি প্রতিনিধি: ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষ্যে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। সোমবার (৭ মার্চ) দিবসটি উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল ১০টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলির পরে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ ও ইবি শাখা ছাত্রলীগ। পরে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘৭ মার্চ ঐতিহাসিক ভাষণ’ শিরোনামে রবীন্দ্র-নজরুল কলা ভবনে সকাল সাড়ে ১০টায় ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এবং হলসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো কর্মসূচি পালিত হয়।

বিএনএনিউজ২৪,তারিক,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ