24 C
আবহাওয়া
১১:০০ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, জানা যাবে আজ

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, জানা যাবে আজ

বঙ্গভবন

আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১২ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।   ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় সভায় আজ রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হতে পারে।   বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন সে বিষয়ে আজই ধারণা পাওয়া যাবে।

মঙ্গলবার(৭ ফেব্রুয়ারি ২০২৩) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হবে। দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় দলের বৈঠক হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারীকে রাষ্ট্রপতি করতে চান- এমন আলোচনা থেকেই শিরীন শারমিনের নাম আসছে।   রাষ্ট্রপতি পদে বেশি আলোচনায় রয়েছেন জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন। তার সর্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে। ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত তিনি। এর বাইরে মন্ত্রী ইয়াফেস ওসমানের নামও আলোচিত হচ্ছে।  সাধারণত নিজেদের আস্থাভাজন ব্যক্তিকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কথায় এ পদের জন্য উঠে এসেছে বেশ কিছু নাম। এর মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের নাম বেশ জোরেশোরে আলোচনায় আসছে।

বিএনএ,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ