22 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে প্রথম টিকা নিলেন শিক্ষা উপমন্ত্রী

চট্টগ্রামে প্রথম টিকা নিলেন শিক্ষা উপমন্ত্রী

চট্টগ্রামে প্রথম টিকা নিলেন শিক্ষা উপমন্ত্রী

বিএনএ, চট্টগ্রাম : সারাদেশে একযোগে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। চট্টগ্রামেও টিকাদান কর্মসূচী চলছে। শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল টিকা নেওয়ার মাধ্যমে চট্টগ্রাম নগরের দুটি কেন্দ্র ও ১৪ উপজেলায় করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় টিকা নেন নওফেল। শিক্ষা উপমন্ত্রীর টিকাগ্রহণের পরপর দায়িত্বশীল বেশ কয়েকজন কর্মকর্তা ও রাজনীতিক টিকা নেন।

এদিন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চমেক পরিচালক হুমায়ুন কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শাহরিয়ার কবির টিকা নেন।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম নগরীতে ৬০ লাখ মানুষ বসবাস করছে। বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ৫৪ হাজার টিকা। আজ চমেক হাসাপাতালে স্বাস্থ্যকর্মী ও ৫৫ বছরের বেশি বয়সী যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের টিকা দেওয়া হচ্ছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ