20 C
আবহাওয়া
১১:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » পোশাক কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ : ৩ জন গ্রেফতার

পোশাক কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ : ৩ জন গ্রেফতার

পোশাক কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ : ৩ জন গ্রেফতার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে এক গার্মেন্ট কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) বন্দর থানাধীন কাস্টম ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ভোলা জেলার বেলুমিয়ার চর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে জামাল হোসেন (৩০), দৌলতপুর থানাধীন চরপাতা এলাকার আবদুল জলিলের ছেলে মো. মানিক (২৪) ও ভেদুরিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. মনির হোসেন (২০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) অলক বিশ্বাস বলেন, কাস্টম এলাকায় শুক্রবার রাতে ২১ বছর বয়সী একজন গার্মেন্ট কর্মীকে ধর্ষণ করে তিনজন। ঘটনার পর থানায় এসে ওই তরুণী অভিযোগ দিলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

বিএনএ/আমিন

Loading


শিরোনাম বিএনএ