24 C
আবহাওয়া
৬:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজরা

বিএনএ, চট্টগ্রাম : ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।লাঞ্চ বিরতির আগ পর্যন্ত চতুর্থ উইকেট জুটিতে ১৩৮ রান করেছে তারা। এতে চাপে পড়েছে বাংলাদেশি বোলাররা।আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান এনক্রুমাহ বোনার ২৬ ও কায়েল মায়ার্স ৭৪ রানে ক্রিজে রয়েছে। ৩৯৫ রানের লক্ষ্যে ব্যাট করছেন তারা। তবে, রান নয়, উইকেট টিকে থাকাটাই তাদের লক্ষ্য। সেই লক্ষে তারা সফল হচ্ছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান করেছে ক্যারিবীয়রা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৩০ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২৫৯ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

বিএনএ/আমিন

Loading


শিরোনাম বিএনএ