21 C
আবহাওয়া
৫:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » হিথ্রো বিমানবন্দরে  ভিআইপি প্রটোকল পাবেন খালেদা জিয়া

হিথ্রো বিমানবন্দরে  ভিআইপি প্রটোকল পাবেন খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন

বিএনএ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) লন্ডনে পৌঁছাবেন। তাঁকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাঁকে ভিআইপি প্রটোকল দেবে হিথ্রো কর্তৃপক্ষ। যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

খালেদা জিয়াকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা। এছাড়াও বিমানবন্দরে উপস্থিত হবেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।

সূত্র জানিয়েছে, হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে সরাসরি পশ্চিম লন্ডনের ‘লন্ডন ক্লিনিক’ নামের একটি প্রাইভেট চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার চিকিৎসা শুরু হবে।

মঙ্গলবার রাতে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সাথে যাত্রা করবেন, কাতারের চার চিকিৎসক-প্যারামেডিকস ও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয় সদস্য। এ ছাড়া খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ কয়েকজন তার সঙ্গে যাবেন।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন তিনবারের এই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সরকারের আমলে অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ১৮ বার আবেদন করলেও হাসিনা সরকার তাকে বিদেশে যেতে অনুমতি দেয়নি।

সবশেষ গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর খালেদা জিয়াকে সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ