18 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটিতে বিপুল ভোটে দীপংকরের বিজয়

রাঙামাটিতে বিপুল ভোটে দীপংকরের বিজয়

রাঙামাটিতে বিপুল ভোটে দীপংকরের বিজয়

বিএনএ, রাঙামাটি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯ নং আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার। তিনি ২ লক্ষ ৭১ হাজার ৩৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংস্কৃতিক জোটের ‘ছড়ি’ প্রতীকের প্রার্থী অমর কুমার দে। তিনি পেয়েছেন ৪ হাজার ৯৬৫ ভোট। অপর সোনালী আঁশ প্রতীকের তৃণমূল বিএনপির প্রার্থী মিজানুর রহমান তিনি পেয়েছেন ২ হাজার ৬৯৩ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন খান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮ টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪ টায়। এরপর শুরু হয় গণনা।

রাঙামাটির ২৯৯ নং আসনে মোট ভোটার ৪ লক্ষ ৭৪ হাজার ৩৫৪ জন। আসনটির ২১৩টি ভোটকেন্দ্রের ১১২১ ভোট কক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ