৬:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » জাল ভোট দেওয়ায় খাগড়াছড়িতে চারজনের কারাদণ্ড

জাল ভোট দেওয়ায় খাগড়াছড়িতে চারজনের কারাদণ্ড

জাল ভোট দেওয়ায় খাগড়াছড়িতে চারজনের কারাদণ্ড

বিএনএ, খাগড়াছড়ি: জাল ভোট দেওয়ার সময় খাগড়াছড়ির পানছড়িতে চারজনকে আটক করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকালে বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে জাল ভোট দেওয়ার অপরাধে প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পানছড়ি উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. জাহিদ হোসেন (১৯), মো. শওকত মিয়া (২১), মো. ফুল মিয়া (২১) ও মো. হালিম (২১)। তারা পানছড়ির ফাতেমা নগর এলাকার বাসিন্দা।

জানা যায়, সকালে ছদ্মবেশ ধারণ করে বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযুক্ত চারজন জাল ভোট দেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/ আনোয়ার হোসেন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ