15 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প অনুভূত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প অনুভূত


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় উপকুলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ক্যালিফোর্নিয়া থেকে ২শ’ ৭০ কিলোমিটার দুরে সানফ্রান্সিসকোর দক্ষিণেও এই ভূমিকম্প অনুভূত হয়।

খবরে বলা হচ্ছে, ভূমিকম্পে আতঙ্কিত জনগণ খাট ও টেবিলের নীচে আশ্রয় নেয়। বাচ্চাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। আবার অনেকে রাস্তায় বেরিয়ে পড়ে। বাড়ি-ঘর ও দোকান পাটের দরজা-জানালার কাঁচ ভেঙ্গে চুরমার হয়ে যায়।

ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেয়।

ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ বিদ্যুত সংযোগ বন্ধ করে দিলে প্রায় ৪৭ লক্ষ মানুষ কয়েক ঘন্টার জন্য বিদ্যুতবিহীন অবস্থায় কাটায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কয়েক সেকেন্ডের জন্য সবকিছু ঘুরপাক খাচ্ছিল। পরে ছোট ছোট কয়েক দফা আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ