বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): সামাজিক ব্যক্তিত্ব প্রদীপ বড়ুয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে চট্রগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা আনন্দারাম বিহারে প্রয়াতের অনিত্য সভা অনুষ্ঠিত হয়।
অনুৃষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধদের ধর্মীয় গুরু উপ সংঘরাজ শীলানন্দ মহাথেরো ও শাসনপ্রিয় মহাস্থবির। আরও উপস্থিত ছিলেন সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির উপদেষ্টা শাসনমিত্র মহাথেরো ও ভিক্ষু মহাসভার মহাসচিব লোকজিৎ মহাথেরোসহ শতাধিক বৌদ্ধ ভিক্ষু। শ্রদ্ধা জানান পরৈকোড়া ৯ নং ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনিত্য সভায় স্মৃতিচারণ করে ড. জিনবোধি ভিক্ষু বলেন, সমাজের প্রদীপ ছিলেন তিনি। উনার আন্তরিকতা এবং সমাজের উন্নয়নে যে ভূমিকা রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তার পারলৌকিক শান্তি কামনায় পূন্যরাশি দান করছি।
প্রয়াত প্রদীপ বড়ুয়ার পারলৌকিক সদ্গতি শান্তি কামনায় পুণ্যদানে এসেছিলেন দূর দূরান্ত থেকে আত্নীয় স্বজনরা। গত ২ ডিসেম্বর প্রয়াত হন প্রদীপ বড়ুয়া। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ নাতি নাতনী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
প্রদীপ বড়ুয়া আনোয়ারা উপজেলার ৯ নং পরৈকোড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ সমিতির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। প্রয়াতের বড় ছেলে আমেরিকা প্রবাসী রূপম বড়ুয়া ও ছোট ছেলে অনুপম বড়ুয়া সামাজিক ও বৌদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ বিএম