21 C
আবহাওয়া
১১:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » অবরোধ সমর্থনে চবি ছাত্রদলের বিক্ষোভ

অবরোধ সমর্থনে চবি ছাত্রদলের বিক্ষোভ

অবরোধ সমর্থনে চবি ছাত্রদলের বিক্ষোভ

বিএনএ, চবি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপির চলমান অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল

বুধবার (৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট এলাকায় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সপ্তাহে ছয়দিন খোলা থাকবে ববির কেন্দ্রীয় লাইব্রেরি

এসময় আব্দুল্লাহ আল নোমান বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের একতরফা নির্বাচন করার পাঁয়তারা ছাত্রসমাজ শক্ত হাতে রুখে দিবে। এখন থেকে সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঠিকানা হয় রাজপথ, না হয় কারাগার। আমরা আন্দোলন চালিয়ে যাবো।

মিছিলে বিশ্ববিদ্যালয় ছাত্রদল, বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ সুমন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ