23 C
আবহাওয়া
৩:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » বরিশালে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

বরিশালে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

বরিশালে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

বিএনএ, বরিশাল: বরিশালে বিপুল সংখ্যক ইয়াবাসহ পুলিশ সদস্য এবং আরও এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দর থানার রহমতপুর বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- বরিশাল জেলা পুলিশ সদস্য আসাদুজ্জামান আসাদ। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়েনের মাটিভাঙ্গা গ্রামের মজিদ মিঞার ছেলে। এর আগেও এই পুলিশ সদস্য মাদকসহ আটক হয়েছেন। সেই ঘটনায় বর্তমানে তিনি মাদক মামলায় ক্লোজড রয়েছেন।

অপর আরেকজন হলেন- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুম (৪০)।

আরও পড়ুন:

ফের ৪৮ ঘণ্টার অবরোধ

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে রহমতপুর বাস টার্মিনাল থেকে তাদেরকে আটক করা হয়। আটক একজন পুলিশ সদস্য এবং অপরজন তার সহযোগী। তাদের দুজনের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন এসআই ইশতিয়াক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, ১৯৯০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছি। তাদেরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ