23 C
আবহাওয়া
৩:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ফ্রিতে টানেল ভ্রমণ করে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধা-শিশুসহ শিক্ষার্থীরা

ফ্রিতে টানেল ভ্রমণ করে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধা-শিশুসহ শিক্ষার্থীরা

ফ্রিতে টানেল ভ্রমণ করে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধা-শিশুসহ শিক্ষার্থীরা

বিএনএ,আনোয়ারা (চট্টগ্রাম):চট্টগ্রামের আনোয়ারায় ৩৫টি গাড়ি করে ফ্রিতে টানেল দেখল ৫০০ জন। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের এ আয়োজনে ৩৩২ জন শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও এতিম এতে অংশ নেয়। ফ্রিতে টানেল দেখতে পেরে উচ্ছ্বসিত ৩৩২জন শিক্ষার্থীসহ ভ্রমণকারীরা।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে ৩৫টি গাড়ি যাত্রা শুরু করে। টানেল পার হয়ে সবাই এক ঘণ্টা পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরে, ফটোশেসন শেষে আবারও আনোয়ারা উপজেলা পরিষদ চত্বরে সবাইকে নামিয়ে দেওয়া হয়। গাড়ি থেকে নামার আগে সবাইকে দুপুরের খাবারও বিতরণ করা হয়।

এই আয়োজনে আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী টানেলের উপর রচনা লিখে টানেল দেখার যোগ্যতা অর্জন করে।

আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কাওসার তুহিন বলেন, মনে হয়েছে স্বপ্নের দেশে গিয়েছিলাম। প্রতিযোগিতার মাধ্যমে যেতে পারে আরো বেশি ভালো লাগছে। এমন একটি আয়োজন করার জন্য উপজেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ।

এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, এম. এ কাইয়ূম শাহ্, আজিজুল হক বাবুল, কলিম উদ্দিন, অসীম কুমার দেব ও বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম প্রমুখ।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চট্টগ্রাম তথা আনোয়ারাবাসীর স্বপ্নের স্থাপনা। তাই আমরা ৫০০ জনকে ফ্রিতে টানেল দেখার সুযোগ করে দিয়েছি।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ