18 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৩১, ২০২৪
Bnanews24.com
Home » অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে চালকের মৃত্যু

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে চালকের মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমান উল্ল্যাহ আমান (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারী গ্রামের কুচালিয়ারটেক পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আমান উল্ল্যাহ আমান ওই এলাকার উসমান গনির ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে বাড়িতে নিজের অটোরিকশায় চার্জ করতে যান আমান। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেকে বাঁচাতে গিয়ে মা হাফিজা খাতুনও আহত হন।

বিরুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হোসাইন বলেন, আমান উল্ল্যাহ ব্যাটারিচালত অটোরিকশা চার্জ গিয়ে অবসাধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এসময় তার মা হাফিজা খাতুন তাকে বাঁচাতে গিয়ে আহত হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হুদা বলেন, অটোরিকশা চার্জ দিতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া আছে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান হামিম, ওজি

Loading


শিরোনাম বিএনএ