28 C
আবহাওয়া
৭:১০ অপরাহ্ণ - মে ১২, ২০২৪
Bnanews24.com
Home » এবার সীতাকুণ্ডে ঝরনায় ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

এবার সীতাকুণ্ডে ঝরনায় ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

এবার সীতাকুণ্ডে ঝরনায় ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরনায় ডুবে এবার একেএম নাইমুল হাসান (২৯) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ছরছরি ঝরনায় এ ঘটনা ঘটে।

নাইমুল হাসান নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী নাথপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুল হাসান তার তিন বন্ধুর সঙ্গে সকাল ১১টায় ছরছরি ঝরনা দেখতে যান। সেখানে নাইমুলসহ তিনজন সাঁতার কাটতে নামেন। একজন সাঁতার না জানায় উপরে অপেক্ষা করছিল। সাঁতার কেটে গোসলের এক পর্যায়ে নাইমুল পানিতে তলিয়ে যায়। পরে বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। শেষে তারা ৯৯৯-এ ফোন করলে কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাটি জানতে পেরে সেখানে অভিযান শুরু করে।

আরও পড়ুন: ব্যাটিংয়ে বাংলাদেশ: একাদশে লিটন

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, বাঁশবাড়িয়ায় বিলাসী ঝরনায় বেড়াতে গিয়েছিলেন নাইমুল হাসান। ঝরনার পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সেখানে তল্লাশি চালিয়ে দুপুর পৌনে একটার দিকে মরদেহ উদ্ধার করেন।

ঘটনাস্থলে থাকা সীতাকুণ্ড কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফিরোজ ভূঁইয়া জানান, তারা দুপুর পৌনে ১টায় মরদেহটি উদ্ধার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ