16 C
আবহাওয়া
৯:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে ছেলের হাতে বাবা খুন

সীতাকুণ্ডে ছেলের হাতে বাবা খুন

ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজের ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. বেলাল হোসেন। তার ছেলের নাম মো. হেলাল উদ্দিন (২৮)

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।  তবে ঘটনার পর থেকে ছেলে পলাতক।

বেলাল হোসেন নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সীতাকুণ্ড ভাটিয়ারী হাসনাবাদ এলাকায় বসবাস করছিলেন ।

স্থানীয়রা জানান, আজ দুপুরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা বেলাল হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা হয় হেলাল উদ্দিনের। এক পর্যায়ে উত্তেজিত হয়ে দা নিয়ে বাবার বুকে কোপ দেয় হেলাল। পরে পরিবারের অন্যরা তাকে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ফৌজদারহাট পুলিশ ফাড়ির সহকারী উপ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মরদেহের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঠিক কি কারণে মারা গেছেন তা এখনই বলা যাচ্ছেনা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ