বিএনএ বিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়েই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে রয়েছেন দিলীপ জায়া ও বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতেই আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে তাকে।
হাসপাতাল সূত্রে খবর, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেইে এনজিওগ্রাফি করতে হবে সায়রা বানুকে, কিন্তু কোনওভাবেই এনজিওগ্রাফি করতে রাজি নন সায়রা বানু। চোখে নেই ঘুম, দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই হতাশায় ভুগছেন সায়রা বানু। এখনও আইসিইউ-তেই রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।
হৃদরোগে আক্রান্ত হয়েই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত তিন দিন আগেই থেকে শরীর খারাপ ছিল সায়রা বানুর।উচ্চ রক্তচাপ জনিত সমস্যা এবং উদ্বেগের কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল সায়রা বানুকে। শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতেই আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে দিলীপ জায়াকে।
গত জুলাই মাসেই সায়রা বানুকে ছেড়ে চলে গেছেন বলিউডের ট্র্যাজেডি কিং তথা বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। এবার অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুর দুই মাস কাটতে না কাটতেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন দিলীপ কুমার পত্নী সায়রা বানু। দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই হতাশা গ্রাস করেছে সায়রা বানুকে।
২২ বছরের ছোট সায়রা বানুকে ১৯৬৬ সালে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্যে পাঁচ দশকের সঙ্গীকে একা রেখেই চলে গেলেন বলিউডের ট্র্যাজেডি কিং।পাঁচ দশকের সঙ্গীকে নিয়ে একাই দিব্যি ছিলেন দিলীপ কুমার। দীর্ঘদিনের সংসারে ছিল না কোনও সন্তান। তারপরও ছিল না আক্ষেপ। একে অপরকে আগলে রাখতেন দুজনে।
বিএনএ/ওজি