28 C
আবহাওয়া
৬:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » রেজুমিয়া ব্রীজ পুন:নির্মাণ ও বিকল্প সড়কের কাজ পরিদর্শনে মিজানুর রহমান মজুমদার

রেজুমিয়া ব্রীজ পুন:নির্মাণ ও বিকল্প সড়কের কাজ পরিদর্শনে মিজানুর রহমান মজুমদার

রেজুমিয়া ব্রীজ পুন:নির্মাণ ও বিকল্প সড়কের কাজ পরিদর্শনে মিজানুর রহমান মজুমদার

বিএনএ, ছাগলনাইয়া(ফেনী) : মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ছাগলনাইয়ার রেজুমিয়া নামক স্থানে রেজুমিয়া ব্রীজ নতুন করে নির্মাণ কাজ চলছে। এ কারণে চারটি গ্রামের কয়েক হাজার লোকের পথ চলাচলের সুবিধার্থে বিকল্প রাস্তা তৈরির কাজও চলমান রয়েছে।

রেজুমিয়া ব্রীজ পুন:নির্মাণ
রেজুমিয়া ব্রীজ পুন:নির্মাণ

শনিবার (৬জুলাই) মধ্যাহেৃ ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার রেজুমিয়া ব্রীজ নির্মাণের ফলে সৃষ্ঠ এলাকাবাসীর দুর্ভোগ সমাধানে বিকল্প রাস্তা নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এ সময় পৌর মেয়র এম মোস্তফাসহ এলাকার গণমান্য ব্যক্তি ও উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেজুমিয়া ব্রীজ পুন:নির্মাণ
রেজুমিয়া ব্রীজ পুন:নির্মাণ ২

উল্লেখ্য যে,  বিকল্প সড়কের দাবিতে বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে রেজুমিয়া ব্রীজের পাশে মানববন্ধন করেন এলাকাবাসী।

তারা জানান, ব্রীজ নির্মাণের জিনিসপত্র গুছিয়ে না রেখে এলোমেলোভাবে রাখায় ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া নদীরকূল, দক্ষিণ সতর নদীরকূল, উত্তর সতর নদীরকূলসহ ৪ টি গ্রামের প্রায় ৩০ হাজার লোকের যাতায়াতে সমস্যা হচ্ছিল। স্কুল কলেজে যাওয়া শিক্ষার্থী, সাধারণ মানুষ, হাসপাতালে যাওয়া রোগীসহ পথচারীরা সীমাহীন ভোগান্তিতে পড়েন।

এবিএম নিজাম উদ্দিন, এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ