27 C
আবহাওয়া
১১:৪৪ পূর্বাহ্ণ - অক্টোবর ৫, ২০২৪
Bnanews24.com
Home » রাবির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বর্জন করেছে শিক্ষক সমিতি

রাবির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বর্জন করেছে শিক্ষক সমিতি


বিএনএ, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ ৭১ বছর পেরিয়ে ৭২তম বর্ষে পদার্পণ করেছে। ১৯৫৩ সালে ৬ জুলাই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন এ বিদ্যাপীঠ। তবে অন্যান্য বছরের চেয়ে এবার বেশ সাদামাটা আয়োজনেই পালিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী। পেনশন নিয়ে শিক্ষকদের সর্বাত্মক আন্দোলন চলমান থাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজন বর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওমর ফারুক সরকার।

অধ্যাপক ড. মো. ওমর ফারুক সরকার জানান, “আপনারা জানেন আমরা সর্বাত্মক আন্দোলনে রয়েছি। ক্যাম্পাস টোটালি শাট-ডাউনের ঘোষণা আছে, সেখানে এ ধরণের কোনো আয়োজনেই শিক্ষক সমিতি অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষকদেরকে বলা হয়েছে, এ আন্দোলন শিক্ষক-শিক্ষার্থীদের মর্যাদার আন্দোলন; কাজেই এখানে এমন অবস্থায় আমরা একদিকে কর্মবিরতি পালন করবো, অন্যদিকে উৎসব করব—এমনটা হতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা শিক্ষক সমিতির অবস্থান জানিয়ে দিয়েছি।”

এর আগে ‘সাফল্যের সোপানে ৭১ বছর’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত কর্মসূচির শুরুতে সকাল ১০:০৫ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক জাতীয় পতাকা উত্তোলন করেন।

এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম  ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং প্রাধ্যক্ষবৃন্দ নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন। সেখানে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে উপাচার্য প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলেও শিক্ষকদের আন্দোলনের কারণে তা থেকে বাদ দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/সাকিব/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ