31 C
আবহাওয়া
১:৩২ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » টুইটারের মতো অ্যাপ চালু করল মেটা

টুইটারের মতো অ্যাপ চালু করল মেটা


বিএনএ, বিশ্বডেস্ক : সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা এবার টুইটারের মত অ্যাপ থ্রেডস চালু করল। বৃহস্পতিবার এ অ্যাপটি চালু করা হয়।

শুরুর দিকে যুক্তরাজ্য সহ ১০০ টিরও বেশি দেশে ডাউনলোড করা যাচ্ছে অ্যাপটি। তবে নিয়ন্ত্রক উদ্বেগের কারণে এখনও ইউরোপীয় ইউনিয়নে সেটি উম্মুক্ত করা হয়নি।

থ্রেডস একটি স্বতন্ত্র অ্যাপ হওয়া সত্ত্বেও, ব্যবহারকারীরা একটি Instagram অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করবেন। তাদের Instagram ব্যবহারকারীর নামটি বহন করবে, তবে থ্রেডগুলির জন্য বিশেষভাবে তাদের প্রোফাইল কাস্টমাইজ করার একটি বিকল্প রয়েছে।

ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টগুলি করেন সেগুলি অনুসরণ করতেও বেছে নিতে পারবেন।

অ্যাপ স্টোরে থ্রেডের বর্ণনায় লেখা – ‘থ্রেডস এমন এক জায়গা, যেখানে বিভিন্ন কমিউনিটি এসে দৈনন্দিন বিষয় থেকে শুরু করে ভবিষ্যৎ ট্রেন্ড নিয়ে আলোচনায় করবেন।’

মেটার তৈরি অ্যাপ মানেই হচ্ছে, থ্রেডস অ্যাপটি লোকেশন ডেটা, কেনাকাটা ও ব্রাউজিং হিস্ট্রি’সহ ব্যবহারকারীর ফোনের বিভিন্ন ডেটায় নজর রাখবে।

এ বিষয়টি নিয়ে সমালোচনা করেছে প্রতিদ্বন্দ্বীরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ