30 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরের ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার–অক্সাইড নিলাম সোমবার

চট্টগ্রাম বন্দরের ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার–অক্সাইড নিলাম সোমবার

কঠোর লকডাউনেও সচল চট্টগ্রাম বন্দর-কাস্টমস

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার–অক্সাইড নিলামে তোলা হচ্ছে। সোমবার (৬ জুন) বিকেল চারটায় প্রকাশ্য নিলামে তুলে এসব রাসায়নিক বিক্রি করা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেন কাস্টমসের উপ কমিশনার আলী রেজা হায়দার। তিনি বলেন, দুই কনটেইনারের চালানটি রোববারই প্রকাশ্য নিলামে তোলা হবে। সংরক্ষিত দামের ১০ শতাংশ পে–অর্ডার বা নগদ টাকা দিয়ে আগ্রহীরা নিলামে অংশ নিতে পারবেন।

হাইড্রোজেন পার–অক্সাইড টেক্সটাইল, ডাইংসহ নানা শিল্পে ব্যবহার করা হয়। এই পণ্য একসময় আমদানি হলেও বর্তমানে রপ্তানি হচ্ছে।

কাস্টমসের তথ্য অনুযায়ী, গাজীপুরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড তুরস্ক থেকে চার বছর আগে হাইড্রোজেন পার–অক্সাইডের চালানটি নিয়ে আসে। আমদানির পর প্রতিষ্ঠানটি সেগুলো খালাস করেনি। এরপর থেকে দুই কনটেইনারের চালানটি বন্দরের চত্বরে পড়ে আছে। চালানটিতে ৩০ হাজার ৪৫০ কেজি হাইড্রোজেন পার–অক্সাইড রয়েছে। এই চালানের সংরক্ষিত দাম ধরা হয়েছে ২৩ লাখ ৮০ হাজার টাকা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ