বিএনএ, ঢাকা : পুকুরে গোসল করতে নেমে শান্তনু কর্মকার (২১) নামে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে কুয়েট ক্যাম্পাসের পুকুরে এ ঘটনা ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর ) আবুল বাসার মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শান্তনু কর্মকার পাবনা জেলার বেড়া উপজেলা সদরের কর্মকারপাড়ার সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে।
ফায়ার সার্ভিসের খুলনা সদর স্টেশনের ফায়ার ম্যান বলেন, আমরা বিকেল ৩টার দিকে খবর পাই কুয়েটে একজন ডুবে গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চলে আসি। পানিতে নেমে সর্বোচ্চ ৩ মিনিটের মধ্যে মরদেহ শনাক্ত ও উদ্ধার করি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার জানান, পুকুরে ডুবে যাওয়া শিক্ষার্থীকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, দুপুর ৩টার দিকে শিক্ষার্থী শান্তনু গোসল করতে কুয়েটের পুকুরে নামে। ফেরত আসাতে দেরি দেখে সহপাঠীরা পুকুরের চারপাশে খোঁজ নিতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেলে তাকে পুকুর থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএননিউজ/এইচ.এম।