27 C
আবহাওয়া
৫:০২ অপরাহ্ণ - মে ৬, ২০২৫
Bnanews24.com
Home » রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলা

রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলা


বিএনএ, বিশ্বডেস্ক :  মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।এর ফলে মস্কোর চারটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি  এ তথ্য জানায়।

এতে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। তবে ড্রোন হামলার পর নিরাপত্তার স্বার্থে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর (ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি) অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন গত বছরের আগস্টে কুরস্ক অঞ্চলে একটি চমকপ্রদ অভিযান চালিয়ে কিছু এলাকা নিয়ন্ত্রণে নেয়। তবে, রাশিয়া পরে দাবি করে যে তারা পুরো অঞ্চলটি পুনরুদ্ধার করেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ