30 C
আবহাওয়া
৭:২৬ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বোরো ধানে হাসছে ফসলের মাঠ

বোরো ধানে হাসছে ফসলের মাঠ


বোরো ধান বা বাসন্তিক ধান বাংলাদেশের ধানের একটি জাত।এটি একটি শীতকালীন ধান ও রবিশস্য। উৎপাদনের সময়ের ওপর নির্ভর করে ধানের প্রধান যে তিনটি শ্রেণিভেদ করা হয়, বোরো তাদের অন্যতম। বোরোর মৌসুম শুরু হয় আমনের মৌসুম শেষ হবার পরে। ধান রোপণ শুরু হয় বাংলা কার্তিক (অক্টোবর-নভেম্বর) মাস থেকে এবং ধান কাটা চলে বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ(এপ্রিল-জুন) মাস পর্যন্ত।

বাঁশখালী থেকে ছবিটি তুলেছেন মাসুদ পারভেজ(টুটুল)— বিএনএ

Loading


শিরোনাম বিএনএ