35 C
আবহাওয়া
৯:২২ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » ওয়ানডে র‍্যাঙ্কিং : পাকিস্তান এক নম্বরে

ওয়ানডে র‍্যাঙ্কিং : পাকিস্তান এক নম্বরে

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :  ওয়ানডে ক্রিকেট র‍্যাঙ্কিংয়ের  এক নম্বরে উঠেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে এক দিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচে পাঁচ নম্বরে ছিল পাকিস্তান। তবে পাঁচ ম্যাচ সিরিজে পরপর তিনটি জিতে বাবর আজমের দল জায়গা করে নিয়েছিল তালিকার তিন নম্বরে। শুক্রবার (৫ মে) চতুর্থ ম্যাচ জিতে প্রথমবারের মত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেল অধিনায়ক বাবর আজমের পাকিস্তান দল।

এই জয়ের কারণে পাকিস্তানের ১১২ রেটিং থেকে বেড়ে হয় ১১৩ দশমিক ৪৮৩। ফলে অস্ট্রেলিয়া (রেটিং ১১৩ দশমিক ২৮৬) ও ভারতকে (১১২ দশমিক ৬৩৮) টপকিয়ে একে জায়গা করে নেয় পাকিস্তান।

পাকিস্তানের করাচিতে চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচের ওপরে নির্ভর করছে র‍্যাঙ্কিংয়ের অবস্থান। কারণ সেই ম্যাচটি না জিততে পারলে অস্ট্রেলিয়া উঠে যাবে একে, আর পাকিস্তান নেমে যাবে তিনে। অবশ্য ওই ম্যাচটি পরিত্যক্ত বা ফলাফল না আসলে পাকিস্তান  এক নম্বরে টিকেই থাকবে।

 

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং

Men’s T20I Team Rankings

০১. ভারত

০২. ইংল্যান্ড

০৩. নিউজিল্যান্ড

০৪. পাকিস্তান

০৫. সাউথ আফ্রিকা

০৬. অস্ট্রেলিয়া

০৭. ওয়েস্ট ইন্ডিজ

০৮. শ্রীলংকা

০৯. বাংলাদেশ

১০. আফগানিস্তান

সূত্র:  আইসিসি, ২ মে ২০২৩ আপডেটেড।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ