বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম চন্দনাইশে সাঙ্গু নদীতে লাফ দিয়ে গুরা মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত গুরা মিয়া কক্সবাজার জেলার গজনিয়া উপজেলা এলাকার আবু সৈয়দের ছেলে।
রোববার (৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরা মিয়া বিগত ৮/৯ মাস আগে কাজের সন্ধানে দোহাজারী পৌরসভাস্থ বার্মা কলোনিতে এসে বসবাস করছেন। পেশায় তিনি কংকর ভাঙ্গার কাজ করতেন।
পুলিশ জানায়, গতকাল রাতে জুয়া খেলাকে কেন্দ্র করে বার্মা কলোনি ও কাঠগর এলাকার মধ্যে মারামারি সৃষ্টি হয়। এসময় নিহত গুরা মিয়া উক্ত মারামারি দেখতে গিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর স্থাপিত সাঙ্গু নদী ব্রিজ থেকে নিচে পড়ে যায়। ব্রিজের নিচে পড়ার পরে সে সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে চন্দনাইশ থানা পুলিশ।
বিএনএনিউজ/ নাবিদ