31 C
আবহাওয়া
১১:৪৪ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবিসাস ‘একাডেমিক এক্সিলেন্স’ এওয়ার্ড পেলেন বিএনএ প্রতিনিধি ফাহীসুল 

বশেমুরবিপ্রবিসাস ‘একাডেমিক এক্সিলেন্স’ এওয়ার্ড পেলেন বিএনএ প্রতিনিধি ফাহীসুল 


বিএনএ, বশেমুরবিপ্রবি : মুজিববর্ষ উপলক্ষে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস) কর্তৃক প্রকাশিত বিশেষ ম্যাগাজিন “আলোকিত ক্যাম্পাস” এর মোড়ক উন্মোচন, কাজী মসিউর রহমান মিডিয়া এওয়ার্ড প্রদান ও ৪র্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

চারটি ক্যাটাগরিতে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি ২০২১-২২ কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে কাজী মসিউর রহমান মিডিয়া এওয়ার্ড প্রদান করা হয়েছে। বেস্ট রিপোর্টার ক্যাটাগরিতে পুরষ্কৃত হন বিডি২৪লাইভ এর প্রতিনিধি ও সাংবাদিক সমিতির ৪র্থ কার্যনির্বাহী পরিষদের প্রচার সম্পাদক মো: আশরাফুল আলম, বেস্ট ফিচার রিপোর্টার ক্যাটাগরিতে দৈনিক মানবকন্ঠ ও ৪র্থ কার্যনির্বাহী পরিষদের সদস্য খাদিজা জাহান তান্নি, ইমার্জিং রিপোর্টার ক্যাটাগরিতে দৈনিক খোলা কাগজ প্রতিনিধি ও ৪র্থ কার্যনির্বাহী পরিষদের সদস্য  জহুরুল হক এবং একাডেমিক এক্সিলেন্সের ভিত্তিতে বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) প্রতিনিধি ও ৪র্থ কার্যনির্বাহী পরিষদের সদস্য মুহা. ফাহীসুল হক ফয়সাল পুরস্কৃত হন।

মিডিয়া এওয়ার্ড নিয়ে ২০২১-২২ কমিটির সভাপতি ফাতেমা-তুজ-জিনিয়া বলেন, ‘‘সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আগ্রহী সাংবাদিকদের অনুপ্রেরণা ও কাজের স্বীকৃতিস্বরুপ এই এওয়ার্ড এর উদ্যোগ নেই। কাজী মসিউর রহমান স্যার ছিলেন সৎ ও ন্যায়ের পথের অন্যতম দিশারি । আজ তিনি আমাদের মাঝে নেই। তবে তার দেয়া শিক্ষা এখনো শিক্ষার্থীদের হৃদয়ে গেঁথে আছে। এইজন্যে মিডিয়ার এওয়ার্ডটি আমরা মসিউর রহমান স্যারকে উৎসর্গ করি। আশা করি বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির প্রত্যেক সদস্য ন্যায়ের পথে অটুট থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাবে।’’

সাধারণ সম্পাদক মাইনউদ্দিন পরান বলেন, ‘‘কাজী মসিউর রহমান ছিলেন বশেমুরবিপ্রবির একজন প্রথিতযশা শিক্ষক, যিনি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে গেছেন। কিন্তু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তার স্মৃতিকে ধরে রাখার লক্ষ্যে এবং বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যদের কার্যক্ষেত্রে উদ্ভুদ্ধ ও প্রেরণা দেয়ার জন্য প্রথমবারের মতো আমরা বাৎসরিক কার্যক্রমের ভিত্তিতে মসিউর রহমান স্যারের নামে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সেরা প্রতিবেদকদের পুরস্কৃত করার উদ্যোগ গ্রহণ করি। সাংবাদিক সমিতির যেসকল সদস্য মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি এতে করে বশেমুরবিপ্রবিসাস এর সদস্যরা নিকট ভবিষ্যতে আরো বেশি উদ্যোমী হয়ে কাজ করে যাবেন।’’

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড.একিউএম মাহবুব, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোবারক হোসেন, প্রক্টর ড. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক  ড. সালেহ আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিবুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ আলী, শিক্ষক সমিতির প্রচার সম্পাদক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের (সি) সভাপতি মো: আরিফুজ্জামান রাজীব, শিক্ষক সমিতির সহ-সভাপতি ও একাউন্টিং অ্যান্ড ইঞ্জিনের বিভাগের সহকারী অধ্যাপক ফায়েকুজ্জামান মিয়া, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ও শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, সহকারী প্রক্টর ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক সাদ্দাম হোসেন, ইংরেজি বিভাগের সভাপতি হাবিবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি আবু সালেহ, জীববিজ্ঞান বিভাগের সভাপতি শাহাবুদ্দিন শিহাব, স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মাহাবুন আলম, পরিবহন প্রশাসক ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হাসেম রেজা, আইন বিভাগের সহকারী অধ্যাপক মানসুরা খানম, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আরাফাত রহমান, আইন বিভাগের প্রভাষক চয়ন চাকী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কিপার অফিসার সাইফুল্লাহ রাজু, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সুব্রত সাহা বাপী, ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর আলম, বাবুল সিকদার বাবু, শেখ তারেকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া, অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আলোকিত ক্যাম্পাস ম্যাগাজিনের উপদেষ্টা সম্পাদক এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আরেফিন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার রাজীব আহমেদ রাজু, উচ্চশিক্ষার জন্যে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বশেমুরবিপ্রবির সাবেক শিক্ষার্থী মো: ফাহিম সিকদার, তুষার মোল্লা, সাব্বির রহমান, মো: খায়রুল ইসলাম এবং মাকসুমুল আরিফিন অভি।

বিএনএনিউজ/ মুহা. ফাহীসুল হক ফয়সাল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ