32 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » চীনে আবারো বাড়ছে করোনার সংক্রমণ

চীনে আবারো বাড়ছে করোনার সংক্রমণ

চীনে আবারো বাড়ছে করোনার সংক্রমণ

বিএনএ, বিশ্ব ডেস্ক : আবারও বাড়ছে চীনে করোনার সংক্রমণ। কয়েক মাস ধীরগতির পর এই সংক্রমণ নতুন করে দেখা যাচ্ছে। গেল দুই মাসের মধ্যে দেশটিতে রেকর্ড ৩২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

চীনের উহান প্রদেশে ২০১৯-এর ডিসেম্বরে প্রথমবারের মতো করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এরই মধ্যে মহামারি করোনায় বিশ্বে ১৩ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন সাড়ে ২৮ লাখের বেশি মানুষ।

দেশটিতে রোববার (৪ এপ্রিল) একদিনে ৩২ জন নতুন রোগী শনাক্ত হন। গত দু’মাসের দৈনিক সংক্রমণ শনাক্তের হিসেবে এটিই সর্বোচ্চ সংখ্যা।

দেশটির গণমাধ্যম থেকে জানা যায়, নতুন রোগীদের মধ্যে স্থানীয় যারা, তাদের সবাই চীনের ইউনান প্রদেশের রুলি শহরের বাসিন্দা। শহরটির বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। ব্যাপক হারে শুরু হয়েছে করোনা পরীক্ষা। একই সঙ্গে শহরটিতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ