29 C
আবহাওয়া
২:৩৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করল যুক্তরাষ্ট্র

বিএনএ, বিশ্ব ডেস্ক: ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের ভবিষ্যৎ আরো সন্দেহের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ নিশ্চিত করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দিয়েছে। খবর বিবিসির।

গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিত করার বিষয়ে জানতে চাইলে ওয়াল্টজ সাংবাদিকদের বলেন, আমরা এক ধাপ পিছিয়ে এসেছি। ট্রাম্প প্রশাসন ‘এই সম্পর্কের সব দিক’ স্থগিত এবং পর্যালোচনা করার বিষয়ে ভাবছে।

২০২২ সালে রাশিয়ার পূর্ণ আক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করে আসছিল যুক্তরাষ্ট্র। গোয়েন্দা তথ্য আদান-প্রদানের স্থগিতাদেশ আংশিক নাকি পুরোপুরি এবং কত দিন এটি কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে নজিরবিহীন বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে ইউক্রেনের জন্য সব ধরনের সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করল যুক্তরাষ্ট্র।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ