বিএনএ, ঢাকা: রাজধানীর কদমতলী পলাশপুর আইডিয়াল স্কুলের পতাকা আটকানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিয়ান বাদশা (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায়। বর্তমানে শনির আখড়া পলাশপুর ৫ নম্বর রোড এলাকায় থাকতো।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা বুলবুল হোসেন জানান, রিয়ান পলাশপুর আইডিয়াল স্কুলের নবম শ্রেণি শিক্ষার্থী। সকালে স্কুলের পতাকা আটকানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিএনএ নিউজ/রেহানা/এইচ.এম/হাসনা