20 C
আবহাওয়া
১০:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » পাকিস্তানে বোমা হামলায় ৯ পুলিশ নিহত

পাকিস্তানে বোমা হামলায় ৯ পুলিশ নিহত


বিএনএ বিশ্বডেস্ক :পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন।  আহত হয়েছেন ১৩ পুলিশ সদস্য। সোমবার(৬ মার্চ) বোলানে এ ঘটনা ঘটে।বিস্ফোরণে আহতদের কোয়েটায় নেওয়ার জন্য বোলানে সরকারি একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

বেলুচিস্তানের কাচ্চি জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসএসপি) মোহাম্মদ নোতেজাই হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,  সিবি-কাচ্চি সীমান্তের কামব্রি সেতু এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে, এটি আত্মঘাতী হামলা। তদন্তের পরই সুনির্দিষ্ট করে বলা যাবে, এটা কী ধরনের হামলা ছিল। আহতদের ঘটনাস্থলের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড ও নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

ডন বলছে, বিস্ফোরণে আহত পুলিশে সদস্যদের চিকিৎসার জন্য কোয়েটার বিভিন্ন হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।

বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেনজো। তিনি বলেছেন, এই সন্ত্রাসী হামলায় জড়িতরা কাপুরুষোচিত কাজের মাধ্যমে তাদের ঘৃণ্য লক্ষ্য অর্জন করতে চায়। তবে তা কোনোভাবে সম্ভব হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

এদিকে, এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। পুলিশের তথ্য অনুযায়ী, আত্মঘাতী হামলার কারণে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে আলামত পাওয়া গেছে। তবে তদন্তের পরে হামলার সঠিক তথ্য জানা যাবে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ