24 C
আবহাওয়া
৫:৩০ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » সংরক্ষিত নারী আসনের ভোট ১৪ মার্চ

সংরক্ষিত নারী আসনের ভোট ১৪ মার্চ

২৯৮ সংসদীয় আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ

বিএনএ, ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ মার্চ এসব আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এই ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। পরে তফসিল দেয়া হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। যাচাইবাছাই চলবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। মনোনয়পত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে হবে ২২ ফেব্রুয়ারি। আর নিষ্পত্তি চলবে ২৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৭ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, জাতীয় সংসদে ৩০০ আসনের পাশাপাশি ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সাধারণ সংসদ নির্বাচনে বিজয়ীদের অনুপাতিক হার অনুযায়ী সংরক্ষিত নারী আসন বরাদ্ধ হয়ে থাকে।

বিএনএনিউজ/এইচ.এম /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ