31 C
আবহাওয়া
১:২৭ অপরাহ্ণ - মে ২০, ২০২৪
Bnanews24.com
Home » সেখানে কী আসলে পরিবেশটাই নষ্ট হয়ে গেছে?

সেখানে কী আসলে পরিবেশটাই নষ্ট হয়ে গেছে?

বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু 

ঢাকা:  সমাজে ধর্ষণের ঘটনা অস্বীকার করার উপায় নেই। কিন্তু একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কেনো এমনটা হচ্ছে বারবার? এর আগেও ঐ ক্যাম্পাসে এমন ঘটনা ঘটেছে। সেখানে কী আসলে পরিবেশটাই নষ্ট হয়ে গেছে? সেখানকার শিক্ষকরা কী করেন?

সোমবার (৫ ফেব্রুয়ারি ২০২৪) রাতে সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু  এমন প্রশ্ন রাখেন। তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর তো অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয়। এটাতো একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি এটা একটা পবিত্রস্থান। এখানে ধর্ষণের মত ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে মুজিবুল হক চুন্নু বলেন, দ্রুত এই ধর্ষণ মামলার বিচারের ব্যবস্থা করতে হবে।আর শিক্ষামন্ত্রীকে এসব ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি।

আগের খবর : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে।

বিএনএনিউজ২৪,এসজিএন/হাসনা

 

 

Loading


শিরোনাম বিএনএ