32 C
আবহাওয়া
১১:২৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » ব্রিটিশ রাজা চার্লস ক্যান্সারে আক্রান্ত

ব্রিটিশ রাজা চার্লস ক্যান্সারে আক্রান্ত

ব্রিটিশ রাজা চার্লস(Charles III)

বিশ্ব ডেস্ক: ব্রিটিশ রাজা চার্লস(Charles III) এর শরীরে ক্যান্সার ধরা পড়েছে । এজন্য তিনি সব ধরনের দায়িত্ব পালন থেকে আপাতত বিরত থাকবেন। তবে রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।

সোমবার(৫ ফেব্রুয়ারি ২০২৪) বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে বলেছে, ক্যান্সার ধরা পড়ার পর তার চিকিৎসা চলছে। দ্রুতই তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে তার সম্পূর্ণ আস্থা রয়েছে।

 
বিবিসির খবরে বলা হয়, রাজা চার্লস গত মাসে তিন রাত হাসপাতালে ছিলেন। প্রোস্টেট গ্লান্ড বড় হয়ে যাওয়ায় চিকিৎসা নেয়ার জন্য জানুয়ারির শেষে চার্লস যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনই তার ক্যান্সার ধরা পড়েছিল। 
২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের।
 
বিবিসি আরও জানিয়েছে, প্রকাশ্যে যেসব আনুষ্ঠানিকতায় রাজা অংশগ্রহণ করে থাকেন, সেগুলো আপাতত স্থগিত থাকবে এবং তার চিকিৎসার এই সময়টায় রাজ পরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যরা তার হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করবেন।তবে রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দায়িত্ব চালিয়ে যাবেন এবং ব্যক্তিগত সাক্ষাতের বিষয়গুলোও যথারীতি চলবে।
বিএনএনিউজ২৪,এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ